ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিবার ও ভালোবাসার গল্প ‘কখনো আকাশ নীল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
পরিবার ও ভালোবাসার গল্প ‘কখনো আকাশ নীল’ সজল ও মৌসুমী

আত্মিক সম্পর্ক ও প্রেম-ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘কখনো আকাশ নীল’।  

শাহিদা সুলতানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসিরউদ্দীন মাসুদ।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও মৌসুমী হামিদ।

নাটকটির গল্পে দেখা যাবে, বড় বোন বিনতাকে দেখতে এসে বারবারই পাত্রপক্ষ ছোট বোন রিনিকে পছন্দ করে! ফলে বিয়ে ভেঙে যায়। কিন্তু বিনতা এ বিয়ে ভাঙার পক্ষে নয়। তার কথা যুগ অনেক এগিয়েছে, এখন আর এসব নিয়ে বসে থেকে লাভ নেই।

বিনতা একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। তার অফিসের বসের রুমে প্রায়ই রিয়া নামে একটি মেয়েকে দেখা যায়। সবাই জানে এই রিয়ার সঙ্গে বসের বিয়ে হবে। এদিকে রিনির বিয়ের অনুষ্ঠান শেষে সবাই যে যার মতো চলে গেলে হঠাৎ বিনতার অফিসের বস এসে হাজির হন। বাড়ির ছাদে গিয়ে তিনি অন্য এক বিনতাকে খুঁজে পান! এরপর কী হবে তা জানা যাবে ‘কখনো আকাশ নীল’-এ।

নাটকটিতে অফিসের বস চরিত্রে সজল ও বিনতা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। আরও রয়েছেন মৌমিতা মৌ, হান্নান শেলী, হারুনুর রশীদ প্রমুখ।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বৈশাখী টেলিভিশনে ‘কখনো আকাশ নীল’ প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।