ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ছিটমহল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ছিটমহল’

নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ‘ছিটমহল’। শুক্রবার (১৪ জানুয়ারি) দেশের ৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

 

নিজের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন এইচ আর হাবিব। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খানসহ অনেকে।

কয়েক বছর আগেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। কিন্তু করোনার কারণে ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হয়েছে বলে জানান নির্মাতা।  

ঢাকায় শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমায় ‘ছিটমহল’ মুক্তি পাচ্ছে। এছাড়া ঢাকার বাইরে মুক্তি পাবে- সুগন্ধা (চট্টগ্রাম), শঙ্খ (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও বৈশাখী (রাজবাড়ির) প্রেক্ষাগৃহে।

পরিচালকের কথায়, ‘ছিটমহল’-এ আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। আশা করছি কেউ নিরাশ হবেন না। প্রেক্ষাগৃহে আসুন সিনেমাটি দেখুন।  

সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ১৯৪৭ সালের দেশ ভাগের করুণ অন্ত:ক্ষরণের ৬৮ বছরের বঞ্চনা, যাপিত জীবনে আশা হঠাৎ আলোর ঝলকানি বিনিময়ের কাহিনি উঠে এসেছে ‘ছিটমহল’ সিনেমায়। চারিদিকে অন্য দেশ মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবন-যাপন তাদের। হঠাতই ছিটমহল বিনিময়ের ঢামাঢোল। মানুষগুলো পরে সিদ্ধান্তহীনতায়। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজন অন্তঃক্ষরণ।  

সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। এতে আরও অভিনয় করেছেন মীরাক্কেলের সজল, ডন হক, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী ও পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করেছে কমন হোম এটাচার। এটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।