বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রচারণার সময় সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদ এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। বিষয়টিকে অনেকেই ‘মায়া কান্না’ আখ্যা দিয়ে হাস্যকরভাবে নিয়েছে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিয়াজ। এই চিত্রনায়ক বলেন, ‘কোনো কিছু বলার আগে ভাবা উচিৎ, আমরাও মানুষ। আমাদেরও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন। ’
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনেতা বলেন, ‘একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে। আমার মা মারা যাওয়ার পর যখন কাঁদছিলাম তখনও অনেকের মনে হয়েছিল, এটা হয়তো অভিনয়। এটা আমি ফেস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার। ’
সোমবারের কান্নার বিষয়ে রিয়াজ বলেন, ‘একজন সত্তরোর্ধ বৃদ্ধ, ষাটোর্ধ নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছে, তারা আমাদের সঙ্গে সঙ্গে নির্বাচনী গানের তালে নাচছিলেন। এই মানুষগুলোর খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। ’
‘প্রেমের তাজ মহল’ সিনেমার এই নায়ক আরও বলেন, ‘আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী, শিল্পীরা জানেন আমরা কী। ’
আসছে ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে জায়েদ খান ও মিশা সওদাগর প্যানেল। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এনএটি