ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিট লোফ আর নেই

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
মিট লোফ আর নেই মিট লোফ

মার্কিন গায়ক মিট লোফ আর নেই। শুক্রবার (২১ জানুয়ারি) এই গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।  

ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবন মিট লোফের। এই গায়কের গান ৬৫টি চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। তার ‘ব্যাট আউট অব হেল’ সর্বকালের সর্বাধিক বিক্রীত অ্যালবামগুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী তার গানের অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি।

মিট লোফের বিখ্যাত গানগুলোর মধ্যে ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, ‘প্যারাডাইস বাই দ্য ড্যাশবোর্ড লাইট’ এবং ‘আই শুড ডু অ্যানিথিং ফর লাভ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।  

শুধু সংগীতেই সীমিত থাকেনি মিট লোফের কর্মজীবন। ১৯৯৯ সালে ‘ফাইট ক্লাব’ এবং ১৯৯২ সালে ‘ওয়েনস ওয়ার্ল্ড’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।