ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

বান্ধবীর গানের ভিডিওতে মডেল সালমান খান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জানুয়ারি ২৩, ২০২২
বান্ধবীর গানের ভিডিওতে মডেল সালমান খান ‘ম্যায় চলা’ গানের ভিডিওতে সালমান খান

মিউজিক ভিডিওতে অভিনয় করলেন বলিউড অভিনেতা সালমান খান। গানে কণ্ঠ দিয়েছেন ভাইজানের বান্ধবী ইউলিয়া ভান্তুর ও পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়া ।

‘ম্যায় চলা’ শিরোনামের গানের ভিডিওতে সালমানের বিপরীতে দেখা গেছে প্রজ্ঞা জয়সওয়ালকে।

প্রথমবার হিন্দি ভাষায় গান গেয়েছেন ইউলিয়া। এতে রোমান্টিক মেজাজেই ধরা দিয়েছেন ভাইজান। গানটির কথা ও সুর সাব্বির আহমেদের। ভিডিওটি পরিচালনা করেছেন সাবিনা খান ও ডিরেক্টর গিফটি।

ভিডিওতে সালমানের বিপরীতে অভিনয় করা প্রজ্ঞা জয়সওয়াল তামিল ও তেলুগু সিনেমার পরিচিত মুখ। পাশাপাশি এই অভিনেত্রী একটি হিন্দি- ও পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করেছেন।

অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া বলিউডের সুলতান’খ্যাত এই অভিনেতা ‘ম্যায় চলা’ গানের মিউজিক ভিডিওর প্রযোজকও। তার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন টি-সিরিজ।  

সালমানের বান্ধবী ইউলিয়া রোমানিয়ার বাসিন্দা। বলিউডে গুঞ্জন রয়েছেন তারা একে অপরের খুবই ঘনিষ্ঠ। একাধিকবার দু’জনের প্রেমের কথাও শোনা গেছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনএটি

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।