ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলায় ডাব করা ইরানি সিনেমা ‘কিংসলেয়ার’ আসছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ৮, ২০২২
বাংলায় ডাব করা ইরানি সিনেমা ‘কিংসলেয়ার’ আসছে

তুষার ঝড়ে একটি হোটেলে আটকে আছে কিছু জীবিত মানুষ আর একটি মৃতদেহ! আর এই হোটেলে থাকা সবাইকে দায়ী করা হয় এই খুনের জন্য। সবাই লড়তে থাকে তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে এবং এই বন্দীদশা থেকে মুক্তি পেতে।

এখান থেকেই শুরু হয় নতুন গল্পের।

কীভাবে ধরা পড়বে আসল খুনি? কীভাবে বাকিরা নিজেদের নির্দোষ প্রমাণ করবে? জানতে হলে দেখতে হবে ভাহিদ আমিরখানী পরিচালিত চরকি ফরেন ফিল্ম ‘কিংসলেয়ার’।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ৮টায় বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ৮১ মিনিটের ইরানি এই সিনেমাটি। এবার বাংলা ভাষায় ‘কিংসলেয়ার’ দেখতে পারবে দর্শক।

মাহনাজ আফসার, হাদি হেজাজিফার, মাজিদ সালেহিসহ আরও অনেক অভিনয় শিল্পীর দেখা মিলবে এই সিনেমায়।

‘কিংসলেয়ার’ একটি ইরানী ভাষায় নির্মিত ভিন্নধর্মী চলচ্চিত্র। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় এসেছিল। মিস্ট্রি আর থ্রিলারের মিশেলে দর্শকরা এবার সিনেমাটি দেখতে পাবেন বাংলায় ডাবিং করা।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ০৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।