চিত্রনায়ক ওমর সানীকে নীরব থেকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন চিত্রনায়িকা নূতন। একইসঙ্গে ‘মনের ব্যথা মানুষকে না বলে আল্লাহকে বলতে’ বলেছেন এই নন্দিত অভিনেত্রী।
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়ক জায়েদ খানের মধ্যে চলমান দ্বন্দ্ব প্রসঙ্গে ফেসবুকে এক লম্বা পোস্টে এসব কথা বলেন নূতন।
ওমর সানীর উদ্দেশ্যে তিনি লেখেন, ‘ঝড় থেমে যাবে! থামতে বাধ্য! যাকে বলে প্রকৃতির নিয়ম, ওমর সানী। খারাপ সময়টা পার করবার জন্য নীরব থাকা ভালো! মানুষ সুযোগ নেয়! সুযোগ চায়! যে বলার যোগ্য সেও বলে যে যোগ্য না সেও বলে, অনেকে বলে মজা পায় কেহ বা বলতে হবে তাই বলে। সুযোগ দেয়া যাবে না। একদম না। ’
তিনি আরো লেখেন, ‘নিজেদের স্বার্থে ও সন্তানদের ভবিষ্যতের সম্মানের কথা ভেবে চুপ থাকো, পরে সমস্যা সমাধান হবে তবে এসব কথা, (পারিবারিক সমস্যা, বদনাম, অপমান, তামাশা) থেকে যাবে যার সমাধান নেই। জীবনে সমস্যা না থাকলে তা জীবন না, সমস্যা থাকাই জীবন, আমাদের শিল্পীদের অনেক কিছু মুখ বুঝে সহ্য করে, সয়ে থেকেই বেঁচে থাকতে হয়। প্রয়োজনে নিজে হেরে গিয়ে অন্যজনকে জিতানোর স্বাদ দিতে হয়। ’
ওমর সানীকে তিনি আরো বলেন, ‘যে ব্যথা পায় তার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা থাকে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বিচক্ষণতার পরিচয় দাও নীরবতাকে আল্লাহ পছন্দ করে। ভালো থাকো, নামাজ পড়, আল্লাহকে ডাকো। মনের ব্যথা মানুষকে না বলে আল্লাহ কে বলো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের আমি এমন দেখতে চাই। ’
মৌসুমী-ওমর সানী দম্পতিকে উদ্দেশ্য করে নূতন সবশেষে লেখেন, ‘তোমরা ভালো দম্পতি- এই উদাহরণ হও, বদনামের উদাহরণ হতে যেও না। ’
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ১৪, ২০২২
জেআইএম