ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতায় সম্মাননা পেল ‘নৈনামিক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
কলকাতায় সম্মাননা পেল ‘নৈনামিক’

দেশের বাইরে সম্মানিত হলো দেশি গানের দল ‘নৈনামিক’। কলকাতার রোটারি সদনে ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ এবং কবিতা কার্নিভালের যৌথ আয়োজনে আয়োজিত এক অনন্য অনুষ্ঠানে দলটিতে সম্মানিত করা হয়।

সম্মাননা গ্রহণ করে নৈনামিকের অন্যতম সংগীত পরিচালক ঋভু আনন।

সম্প্রতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নৈনামিক’র প্রধান নির্বাহী গালিব হাসান। এমন প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

গালিব হাসান বলেন, ‘নৈনামিক’র সকল সদস্যের তাদের কাজের প্রতি দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেল। দেশের বাইরে থেকে প্রাপ্ত এই প্রথম স্বীকৃতি আজীবন আমরা স্মরণে রাখব।  

এই মঞ্চে বাংলাদেশ থেকে আরও যারা সেদিন সম্মাননা পেয়েছেন, তাদের সবাইকে ‘নৈনামিক’ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এছাড়া ‘নৈনামিক’ কৃতজ্ঞতা প্রকাশ করছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, কবি ও সাহিত্যিক সোমিত বসু এবং বাংলাদেশের আলোচিত তরুণ নির্মাতা ইমন সাদীর।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।