ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লন্ডনে প্রদর্শিত হবে আমিরের ‘লগান’! 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
লন্ডনে প্রদর্শিত হবে আমিরের ‘লগান’!  ‘লগান’ সিনেমার একটি দৃশ্য

সম্প্রতি ২১ বছর পার করেছে আমির খান অভিনীত সিনেমা ‘লগান’। এরপরেও সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই।

এবার কালজয়ী এই সিনেমার মুকুটে যুক্ত হতে চলেছে নয়া পালক।

শিগগিরই লন্ডনের ‘দ্য ওয়েস্ট এন্ড থিয়েটার’-এ দেখানো হতে পারে সিনেমাটি। তবে আমিরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

১৮৯৩ সালে ব্রিটিশ শাসনকালে রানি ভিক্টোরিয়ার আমলের প্রেক্ষাপটে তৈরি হয় ‘লগান’। আশুতোষ গোয়াড়েকর পরিচালিত সিনেমাটি আমির খান প্রোডাকশনের চলচ্চিত্র।

২০০১ সালে ১৫ জুন বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘লগান’। বুধবারই সিনেমাটির মুক্তির ২১ বছর পার করেছে। ‘লাল সিং চাড্ডা’র প্রোমোশনে ব্যস্ত থাকলেও আমির খানের বাসভবন মারিনাতে পার্টির আয়োজন করা হয়। সেখানে ‘লগান’ সিনেমার অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলীরা হাজির ছিলেন।  

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আমিরের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। শিগগিরই পুরোদমে এর প্রচার শুরু করবেন আমির। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর খান। পরিচালক অদ্বৈত চন্দন নির্মিত সিনেমাটি আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।