ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ত্রাণ বিতরণে তাশরীফকে সহযোগিতা করবে পুলিশ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ত্রাণ বিতরণে তাশরীফকে সহযোগিতা করবে পুলিশ তাশরীফ খান

বন্যার্তদের পাশে দাঁড়ানো আলোচিত তরুণ কণ্ঠশিল্পী তাশরীফ খান সিলেটে রাতে চা খেতে গিয়ে পুলিশের ধমক খেয়েছেন! সামাজিকমাধ্যমে এই তিক্ত অভিজ্ঞতার কথা জানান তাশফীক।

এর পরেই তার সঙ্গে যোগাযোগ করে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তাশফীককে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তাশরীফ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমি ফোন পেয়েছি। তারা আমাকে আগামী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। রাতেই একজন এসআই এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ’

পুলিশের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে তাশরীফ আরো বলেন, ‘এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানার টহল গাড়ি একটু পরপর আমাদের খোঁজখবর নিচ্ছে। ত্রাণের নিরাপত্তাও তারা দিচ্ছে। সেদিন যে পুলিশ সদস্য আমাকে ধমক দিয়েছেন পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করে বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও আমাকে আশ্বস্ত করা হয়েছে। ’

শুক্রবার (২৪ জুন) নিজের ফেসবুক পেজে তাশরীফ লেখেন, ‘গতকাল রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আস্বস্ত করেছেন আমাদের যেকোনো প্রয়োজনে উনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যে উনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেবার চেষ্টা করে যাচ্ছেন। ’

ইতোমধ্যেই তাশরীফ ফেসবুক লাইভ করে দেড় কোটি টাকা উত্তোলন করেছেন বন্যার্তদের জন্য। সেই টাকা দিয়ে হাজার হাজার পরিবারের পাশে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন এই আলোচিত তরুণ।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।