বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের মানুষরা। ইতোমধ্যেই সেখানকার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই।
এই অভিনেত্রী জানান, তার জন্মস্থান সিলেটে। কিন্তু, কাজের সুবাদে ঢাকায় থাকেন।
মাহি বলেন, আমার চঞ্চলের মানুষের দুর্বিষহ দিনে কিছু না করে বসে থাকতে পারলাম না। কাছের কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মিলে একটা ফান্ড গঠন করি, সেটা এক দিনের মধ্যে। সে ফান্ড থেকে যে অর্থ আমরা পেয়েছি, তা দিয়ে ২০০ পরিবারকে ১২ কেজি করে খাবার পৌঁছে দিয়েছি। ’
এই তারকা আরো বলেন, ‘ইচ্ছে আছে সিলেটের মানুষের জন্য সামনে আরো বড় কিছু করার। আমার নিজেরও খুবই ইচ্ছে ছিল সিলেটে যাওয়ার। কিন্তু, ঈদের বেশ কয়েকটি নাটকের শুটিংয় থাকার কারণে যাওয়া হলো না। ’
সামিরা খান মাহির শোবিজে পথচলা শুরু হয় র্যাম্প মডেলিং দিয়ে। সেটা ২০১৬ সালের দিকে। বর্তমানে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের নিয়মিত মুখ তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনএটি