এ বছর স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে সিলেট ও সুনামগঞ্জের মানুষ। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, মৎস্য ঘের ও ফসলি জমি।
এবার আসামের বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান। ত্রাণ তহবিলে তিনি ২৫ লাখ রুপি দিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৯ লাখ।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে জানান, আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ অনুদান দিয়েছেন। এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
আমির খান ছাড়াও এর আগে একই ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেঠি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, আসামের বন্যায় অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়েছেন। বানের পানিতে রাজ্যটির প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২ লাখের বেশি মানুষ। বন্যায় আসামের পাশের রাজ্য ত্রিপুরার অবস্থাও ভয়ানক। সেখানে দুর্যোগে ইতিমধ্যে ১০ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জেআইএম