ভিন্ন এক চরিত্রে হাজির হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সত্য ঘটনা অবলম্বে নির্মিত ‘রিকশা গার্ল’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।
আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
রিকশা গার্ল শিখা চরিত্রে নাটকটিতে ধরা দেবেন তিশা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব ধরণের কাজেই নিজেকে প্রমাণ করতে চাই। তবে এই নাটকের শিখা চরিত্র একটা বোধের জায়গা থেকে করা। সমাজের শ্রমজীবী নারীদের জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এ নাটকে। ’
রেজাউল চরিত্রে অভিনয় প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘‘আমি বেছে বেছে ভালো কিছু কাজ করতে চাই। ‘রিকশা গার্ল’ নাটকে নতুন এক সোহেল মণ্ডলকে পাবেন দর্শক। ’’
নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘এখন গল্প নির্ভর কাজের পরিবেশ ঠিক আগের মতো নেই। আমি চেয়েছি একটা গল্প বলতে। যে গল্প একজন হার না মানা নারীর। ’
মানবিক দায়বদ্ধতা থেকে এই নাটকটি পরিচালনা করেছেন বলে জানান, রাফাত মজুমদার রিংকু।
নির্মাতা জানান, শ্রমজীবী মানুষের জীবনের আড়ালে লুকিয়ে থাকা অন্য গল্পের এ নাটকটি আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জেআইএম