ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাহি-পূজার ফিটনেস নিয়ে প্রযোজকের মন্তব্য 

‘অডিশন দিতে পারবে মাহি, নেওয়া হচ্ছে না পূজাকে’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
‘অডিশন দিতে পারবে মাহি, নেওয়া হচ্ছে না পূজাকে’ মাহিয়া মাহি, আব্দুল আজিজ ও পূজা চেরি

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি’ সিনেমা মুক্তি পায় ২০১৪ সালে। এর পরের বছর মুক্তি পায় সিনেমাটির সিক্যুয়াল ‘অগ্নি ২’।

মাঝে কেটে গেছে বেশ কয়েক বছর। সম্প্রতি সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আগের দুই সিনেমায় নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল মাহিয়া মাহিকে। তবে এবারের সিনেমায় নায়িকার ভূমিকায় কে পর্দায় হাজির হবেন তা নিয়েই চলছে নানা আলোচনা।  

এরইমধ্যে সম্প্রতি মাহিকে নিয়ে আব্দুল আজিজ গণমাধ্যমকে জানিয়েছিলেন, মাহির বয়স বেড়েছে, ফিটনেসও নেই!

বুধবার (০৬ জুলাই) বিকেলে আব্দুল আজিজ তার ফেসবুক অ্যাকাউন্টে এ প্রসঙ্গে আরো কিছু কথা তুলে ধরেন। সেখানে এই প্রযোজক লেখেন, ‘অগ্নি হিসেবে মাহিকে জাজেরও পছন্দ। তাই বেশকিছু দিন আগে মাহিকে অগ্নি হিসেবে তৈরি হতে বলেছিলাম। হয় নাই। হয়তো বিশ্বাস রাখতে পারে নাই যে জাজ আবার অগ্নি বানাবে। ’

মাহির ফিটনেস ও বয়সের বিষয়ে আজিজ লেখেন, ‘অগ্নির জন্য মাহির ফিটনেস নেই বলতে বুঝাই নাই যে মাহি মোটা। মাহি এখনও ফিট। কিন্তু অগ্নির জন্য বডি ফিটনেস মানে নিজের এক পায়ে দাঁড়িয়ে অন্য পা মাথার ওপর তোলা। আর এই ফিটনেস মাহির নেই। যাকে অগ্নি হিসেবে নেওয়া হবে, তাকে অবশ্যই এই ফিটনেস থাকতে হবে, অগ্নি হিসেবে সাইন করার আগেই। আর বয়স হয়েছে মানে নয় যে মাহির অনেক বয়স। আমি বুঝাতে চেয়েছি, মাহি যখন প্রথম অগ্নি করে তার বয়স ছিল ১৮-১৯। আমাদের এমন বয়সের অগ্নি দরকার। যে টিনএজার, কলেজে পড়ে। কিন্তু বর্তমানে মাহির বয়স ২৬-২৭। হয়তো মাহি জিম করে স্লিম হয়ে হেয়ার স্টাইল চেঞ্জ করে, বয়স কমাতে পারবে। কিন্তু, বডি ফ্লেক্সিবল করতে পারবে না। যেটা অগ্নির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মাহি যদি নিজেকে ফিট মনে করে, তবে অডিশন দিতে পারে। ’

মাহি ছাড়াও অগ্নির তৃতীয় কিস্তি নিয়ে আলোচনায় আরেক নায়িকা পূজা চেরি। কিন্তু জাজের কর্ণধারের দাবি, হঠাৎ করে নাকি ওজন বাড়িয়ে বডি ফিটনেস নষ্ট করেছে পূজা। তাই এই সিনেমায় তাকেও নেওয়া হচ্ছে না।

এ প্রসঙ্গে আব্দুল আজিজ লেখেন, ‘আমরা পূজাকে অগ্নি বানানোর জন্য প্রশিক্ষক রেখে তার বডি ফ্লেক্সিবল করিয়েছিলাম। নিয়মিত জিম করত। নিজেকে ফিট রাখত। কিন্তু হঠাৎ করে অন্য কারও বুদ্ধি শুনে নিজের ওজন বাড়িয়ে বডি ফিটনেস নষ্ট করেছে। তাই পূজাকে অগ্নি হিসেবে নেওয়া হচ্ছে না। ’

ওই পোস্টে পূজার জন্য দুঃখ প্রকাশ করেন এই প্রযোজক। তিনি লেখেন, ‘১০০টা ‘পোড়ামন-২’ বা ‘দহন’ (অন্য কোনো সিনেমা ধারের কাছেও নেই) তাকে ১০০ বছর বাঁচিয়ে রাখবে না, যা একটি অগ্নি দিয়ে সম্ভব। আর হলিউড থেকে অগ্নির সিক্যুয়াল হবে। তাই যে অগ্নি করবে, সে হয়ে যাবে সারাবিশ্বের স্টার। আর দুঃখটা এখানেই। ’

অগ্নির তৃতীয় কিস্তি হলিউড থেকে নির্মিত হবে জানিয়ে তিনি আরো লেখেন, ‘অগ্নি ৩’ হবে সম্পূর্ণ নতুন গল্পে। ‘অগ্নি’ ১ ও ২-এর সঙ্গে এ গল্পের কোনো মিল নেই। সিনেমাটি হবে হলিউড থেকে। ‘অগ্নি’ সিনেমাটি তৈরি হবে সারাবিশ্বের দর্শকের জন্য, তাই সিনেমাটি হবে ইংরেজি ও বাংলা ভাষায়। বাংলাদেশের বাইরের দর্শক তো অগ্নি ১ ও ২-এর গল্প জানে না। তাই তাদের সম্পূর্ণ একটি নতুন গল্প দিতে হবে। সেখান থেকেই শুরু হবে অগ্নির নতুন ফ্রাঞ্চাইজি। ’

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।