ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রতীক-তারান্নুমের ‘জানুক দুনিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জুলাই ৭, ২০২২
প্রতীক-তারান্নুমের ‘জানুক দুনিয়া’

সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রবাসী বিজ্ঞানী-কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের কণ্ঠে আসছে বিগ বাজেটের গানচিত্র ‘জানুক দুনিয়া’। ঈদ উপলক্ষে এটি প্রকাশ পেতে যাচ্ছে।

গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি এবং সুর, সংগীত করেছেন কাউসার খান। একঝাঁক নাচের শিল্পী নিয়ে গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এই গানে অভিনয় করেছেন প্রবাসী মডেল সালমান আরিফ এবং সঙ্গে আছেন মাহতাবীন মম।  

‘জানুক দুনিয়া’ গানটি পৃষ্ঠপোষকতা করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক বিজনেস এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ‘অলব্রাইট’।  

গানটি প্রসঙ্গে তারান্নুম বলেন, ট্রেন্ডি একটি গান। গানটির জন্য বিশেষভাবে ধন্যবাদ অলব্রাইটকে। তারা অস্ট্রেলিয়ায় বাংলা সংস্কৃতিকে ভালোভাবে প্রমোট করছে।  

এটি ছাড়াও ঈদের পর তারান্নুম আফরীনের একাধিক বড় গান মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।