ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাবেক সদস্যের নামে জিডি করে ‘চিরকুট’র বার্তা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
সাবেক সদস্যের নামে জিডি করে ‘চিরকুট’র বার্তা চিরকুট

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’। এক সময় এই দলের বেইজ গিটারিস্ট ছিলেন দিদার হাসান।

তবে বর্তমানে আর দলটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি দিদার হাসানের অস্বাভাবিক আচার-ব্যবহারের কারণে তার নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যান্ডটি।

বৃহস্পতিবার (০৭ জুলাই) চিরকুট ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। যেখানে দিদার হাসানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।  

‘চিরকুট’ ওই বিবৃতিতে জানায়, ‘সবার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, দিদার হাসান চিরকুট-এর বর্তমান সদস্য নন। তিনি আগে বেশ কিছু বছর আমাদের সঙ্গে বেইজ গিটার বাজাতেন। প্রায় সাড়ে ৪ বছর আগে তার কিছু আচরণগত সমস্যা বুঝতে পেরে আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নেই এবং জানতে পারি, তিনি তীব্রভাবে মাদকাসক্ত হয়ে পড়েছেন। ’

‘চিরকুট’র পক্ষ থেকে দিদারের চিকিৎসার ব্যবস্থা করা হয় জানিয়ে সেখানে বলা হয়েছে, ‘আমরা চিরকুট-এর সদস্যরা নিজ উদ্যোগে তার পরিবারের সঙ্গে নিয়মিত আলোচনা সাপেক্ষে তার চিকিৎসা ও সুস্থতার জন্য বারবার বিভিন্ন ধরনের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। এরপর তার পরিবারের সহায়তায় তিনি নিয়মিত সময়ে রিহ্যাবে থেকেছেন। তাকে সঠিক পথে আনার চেষ্টার কারণে আমরা নিজেরাও নানা সময় ব্যক্তিগতভাবে লাঞ্ছনার শিকার হয়েছি। তবুও তার কোনো উন্নতি না হওয়ায় আমরা তার সঙ্গে দূরত্ব রাখতে বাধ্য হই। ’ 

এরপরেই নাকি ২০১৯ সালে দিদারের নামে জিডি করে ‘চিরকুট’। বিষয়টি উল্লেখ করে দিদারের বর্তমান অবস্থার বিষয়ে জানানো হয়, ‘হঠাৎ আমরা জানতে পারি, বুধবার (০৬ জুলাই) রাতে তিনি রিহ্যাব থেকে বাসায় ফিরেছেন। এরপর ব্যান্ডের সদস্যদের সঙ্গে তীব্র আপত্তিকর ভাষায় কথা বলেন। এরপর আজ জানতে পারি সামাজিকমাধ্যমে ইন্ডাস্ট্রির বিভিন্ন নারী শিল্পী এবং ব্যক্তিকে ফেসবুক ইনবক্সে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন। এ বিষয়ে সঙ্গীতশিল্পী নন্দিতা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দিদারের পাঠানো আপত্তিকর মেসেজের কিছু স্ক্রিনশটও পোস্ট করেছেন। ’

এ ঘটনার পর আবারো নাকি দিদারের নামে জিডি করেছে ‘চিরকুট’। বিবৃতিতে এ বিষয়ে বলা হয়েছে, ‘গত (বুধবার) রাত থেকে চিরকুট ব্যান্ডের সদস্যদের কাছে তার ব্যাপারে এরকম আরো নানান অভিযোগ এসেছে। চিরকুট ইতোমধ্যেই থানায় একটি জিডি করেছে। ’

সবাইকে সতর্ক করে ব্যান্ডটি বিবৃতিতে আরো বলেছে, ‘সবার প্রতি অনুরোধ, তার (দিদার) কাছ থেকে কোনো আপত্তিকর বা আক্রমণাত্মক মেসেজ পেলে, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হোন। পুরো বিষয়টিতে আমরা ভীষণভাবে মর্মাহত। আর সবকিছুর পরেও আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।