ঈদ উপলক্ষে শর্টফিল্ম নির্মাণ করলেন লেখক ও নির্মাতা রাজীব আশরাফ। শর্টফিল্মের নাম ‘মগজে মহাপ্রলয়’।
১৮ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মর বিভিন্ন দৃশ্যে এক অসহায় স্কিতজোফ্রেনিয়া আক্রান্ত পিতা ও কন্যাদের মূল্যবোধ, বিভিন্ন সামাজিক ও মানসিক সমস্যা ফুটে উঠেছ।
শর্টফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে রাজধানীর মিরপুরের বিভিন্ন লোকেশনে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহিরুজ্জামান বাবু, হুমাইরা স্নিগ্ধা, আসমা বৃষ্টিসহ আরো অনেকে।
শর্টফিল্মটি পরিচালনার পাশাপাশি এর রচনা, চিত্রনাট্য করেছেন রাজীব আশরাফ নিজেই। এর ক্রিয়েটিভ প্রোডিউসার ছিলেন নির্মাতা অনিমেষ আইচ। এটি ঈদের দিন রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এনএটি