ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাঁদলেন বর্ষা, দিলেন সিনেমা ছাড়ার ইঙ্গিত

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
কাঁদলেন বর্ষা, দিলেন সিনেমা ছাড়ার ইঙ্গিত চিত্রনায়িকা বর্ষা

ঈদ উপলক্ষে (১০ জুলাই) মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’। সিনেমাটি দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ঢাকার মধুমিতা সিনেমা হল পরিদর্শনে যান অনন্ত জলিল ও বর্ষা। সেখানে সবার সামনে কাঁদলেন বর্ষা।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বর্ষা বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করার চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না। ’

তিনি আরো বলেন, ‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না। আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব? মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’

কাঁদতে কাঁদতে বর্ষা বলেন, ‘‘নেত্রী: দ্য লিডার’র আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না। ’

‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে অনন্ত ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান, লেবানন ও বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।

বাংলাদেশ সময়:  ১২৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।