ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের ‘বিতর্কিত’ অভিনেত্রী কঙ্গনা রানৌত। ‘ইমার্জেন্সি’ নামের সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করছেন এই তারকা নিজেই।
এরই মধ্যে ‘ইমার্জেন্সি’র ফার্স্টলুক টিজার প্রকাশ করেছেন কঙ্কনা। এতে ইন্দিরা গান্ধী রূপে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘‘সেই নারীকে নিয়ে এলাম যাকে ‘স্যার’ বলা হত। শুটিং শুরু হলো। ’’
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৯৭৫ সালের ২৫ জুন ভারতজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (ইমার্জেন্সি)। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন কঙ্গনা।
সিনেমাটি প্রসঙ্গে এর আগে কঙ্গনা জানান, গত এক বছর ধরে ইমার্জেন্সিতে কাজ করার পর বুঝতে পারলাম এটা আমার থেকে ভালো বানাতে আর কেউ পারবে না। বিখ্যাত লেখক রীতেশ শাহর সঙ্গে কাজ করছি এই সিনেমায়। এটা আমার জন্য একটা দারুণ জার্নি হতে চলেছে।
‘মণিকর্ণিকা’র পর এটি হতে যাচ্ছে কঙ্গনা পরিচালিত দ্বিতীয় সিনেমা। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
জেআইএম