পর্দায় কাঁপানো কানাডিয়ান অভিনেতা কিয়ানু রিভস নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন। বেশ ঘটা করেই প্রথম কমিক বই ‘বিজারকার’ লেখার খবর জানিয়েছিলেন তিনি।
উৎসবে লেখালেখি ও যৌথভাবে তার লেখা বইটির চলচ্চিত্রায়ন নিয়ে কথা বলেন রিভস।
বইটি নিয়ে ৫৭ বছর বয়সী অভিনেতা বলেন, ‘যখন বইটির প্রথম ভলিউম আমার হাতে পৌঁছায়, তখন মনে হচ্ছিল ক্রিসমাস শুরু হয়ে গেছে। পড়ার পর মনে হলো অসাধারণ। আমার জীবনের সেরা সৃজনশীল কাজগুলোর একটি। ’
বইটিতে রিভসের সহলেখক ম্যাট কিন্ড। ‘বিজারকার’র গল্প এখানেই শেষ নয়, জানা গেছে বইটি অবলম্বনে স্পিন-অফ সিরিজ তৈরি করবে নেটফ্লিক্স। সে সিরিজে প্রধান চরিত্রে কণ্ঠ দেবেন রিভস নিজেই।
এছাড়া স্ট্রিমিং সাইটটি বইটি থেকে তৈরি করবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করবেন রিভস।
গেল আট বছর ধরে ‘জন উইক’ সিরিজে অভিনয় করে আলোচনায় রয়েছেন রিভস। বলা হচ্ছে এর মাধ্যমে নিজের ক্যারিয়ারকে নতুন জীবন দিয়েছেন এই অভিনেতা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘জন উইক ৪’। ২০২৩ সালের ২৪ মার্চ মুক্তি পাবে এটি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এনএটি