ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

‘চাদর’ দিয়ে জুটি বাঁধলেন সাইমন-বুবলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, সেপ্টেম্বর ১, ২০২২
‘চাদর’ দিয়ে জুটি বাঁধলেন সাইমন-বুবলী মনিরা মিঠু, সাইমন সাদিক, জাকির হোসেন রাজু ও শবনম বুবলী

নতুন করে দুটি সিনেমায় অনুদান দিয়েছে সরকার। এই সিনেমা দুটি প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

তার একটির নাম ‘চাদর’। ৭০ লাখ টাকা বাজেটের সিনেমাটি নির্মাণ করবেন জাকির হোসেন রাজু।  

এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। ‘চাদর’ দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু।  

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তিন তারকা।  

জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন। ’

জানা যায়, আগামী ১০-১২ সেপ্টেম্বর ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।