ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

মুম্বাইয়েই রাহুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সুনীল কন্যা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
মুম্বাইয়েই রাহুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সুনীল কন্যা! কে এল রাহুল, সুনীল শেঠি ও আথিয়া শেঠি

বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে তারা মুম্বাইয়ে লিভ ইন রিলেশনেও রয়েছেন।

কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া-রাহুল জুটি? সেই নিয়েই চলছে নানান জল্পনা-কল্পনা।

গুঞ্জন উঠছে, আসছে ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতেই চার হাত এক হবে আথিয়া-রাহুলের। যদিও এ প্রসঙ্গে তাদের কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।

এর আগে সুনীল শেঠি জানিয়েছিলেন, ‘যেভাবে বাচ্চারা ঠিক করবে, সেভাবেই বিয়ে হবে। একদিনে তো আর বিয়ে হবে না!’

তবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, ইতোমধ্যেই নাকি আথিয়া-রাহুল জুটির বিয়ের ভেন্যুও নির্ধারিত হয়ে গেছে।  

জানা যায়, দেশের বাইরে কিংবা লাক্সারি কোন হোটেলে নয়। বরং দু’জনে সাত পাকে বাঁধা পড়বেন সুনীল শেঠির খাণ্ডালার বাংলো ‘জাহান’-এ। ইতোমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

মূলত পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়েই আথিয়া-রাহুলের বিয়ের সব অনুষ্ঠান হবে। তাই জাঁকজমকের বাহুল্য চাইছেন না কেউই।

আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তারা পাশাপাশি থাকেন। তবে সম্পর্কের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি তাদের কাছ থেকে।  

কে এল রাহুল ভারতীয় ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার। অন্যদিকে, ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন আথিয়া। এছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমায় দেখা গেছে তাকে।  

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটের সঙ্গে বিনোদন অঙ্গনের প্রেমের যোগসূত্র দীর্ঘদিনের। শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি, বিরাট কোহলি-অনুশকা শর্মা অনেকেই রয়েছে এই তালিকায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
জেআইএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।