ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

রাজ্যের হাত ধরে কেক কাটবেন পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, অক্টোবর ১৯, ২০২২
রাজ্যের হাত ধরে কেক কাটবেন পরীমণি ছেলে রাজ্যের সঙ্গে পরীমণি

মাত্র চারদিন পরেই সোমবার (২৪ অক্টোবর) ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির জন্মদিন। তার জন্মদিন মানেই বিশেষ চমক।

এবারো তার ব্যতিক্রম হবে না।

তবে পরীর এবারের জন্মদিন আরো বেশিই স্পেশাল। কারণ, প্রথমবার মা পরীর জন্মদিন। তাই ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর হাত ধরেই কেক কাটবেন এই চিত্রতারকা।

এ বিষয়ে পরী জানান, ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। রাজ্যের বাবা সিনেমার প্রচারণায় ব্যস্ত। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে এতকিছু সামাল দেব কীভাবে! কিন্তু পরে ভাবলাম, জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।

প্রতি বছর নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন পরীমণি। কিন্তু এবার তার একটি পূর্ণ পরিবার রয়েছে। স্বামী-সন্তান নিয়ে এবারই প্রথম জন্মদিনের আয়োজন করতে যাচ্ছেন এই নায়িকা। তার ইচ্ছা, ছেলের হাতেই এবারের জন্মদিনের কেক কাটবেন।

প্রসঙ্গত, ২০২১ সালে বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ছিল ‘ফ্লাই উইথ পরীমণি’ (পরীমণির সঙ্গে ওড়ো)। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে হাজির হয়েছিলেন পরীমণি।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।