ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

জায়েদ খানের ছবি আঁকা বালিশে ঘুমায় শান্তিনগরের এক মেয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
জায়েদ খানের ছবি আঁকা বালিশে ঘুমায় শান্তিনগরের এক মেয়ে! জায়েদ খান

‘একটা মেয়ে আছে শান্তিনগরে। নাম বলব না।

সে আমার ছবি দিয়ে অ্যাম্বুশ করে বালিশের কাভার বানিয়ে তার ওপর প্রতিদিন ঘুমায়। আমার ভালো লাগে। একটা মেয়েকে বলেছিলাম আমার জন্য কী করতে পারো? সে হাত কেটে টিস্যুর ওপর জায়েদ খান লিখে ইনবক্সে পাঠিয়েছে। ’

নায়ক হিসেবে জায়েদ খানের প্রতি মেয়েভক্তদের আগ্রহ কেমন- সম্প্রতি এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই অভিনেতা। সেখানেই এই গোপন কথা প্রকাশ করলেন।

জায়েদ খান আরো বলেন, ‘এক মেয়ে আমাকে ফোন করে বলে, আপনি যদি আমার সঙ্গে কথা না বলেন, তাহলে আমি কিন্তু পাবনা চলে যাব। সে আমার সঙ্গে প্রেম করতে চায়- এমনও না। শুধু কথা বললেই হবে। ’ 

যোগ করে এই নায়ক বলেন, ‘আমি একটু ফাজলামো করেছিলাম, এতে সে সত্যিই পাবনার হেমায়েতপুর চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আছে। আমাকে বলেছে, আপনি বললে ভর্তি হয়ে যাব। আমি বলেছি, গো ব্যাক ইয়োর হোম। পরে তার মায়ের সঙ্গেও কথা বলেছি। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।