ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়তে যাচ্ছে বাংলাদেশের চার সিনেমা। সিনেমা চারটি হচ্ছে ‘নকশি কাঁথার জমিন’, ‘সাঁতাও’, ‘পাতালঘর’ ও ‘পাপ-পুণ্য’।
জানা যায়, টিএম ফিল্মসের ব্যানারে ফারজানা মুন্নির প্রযোজনায় ‘নকশি কাঁথার জমিন’ নির্মাণ করেছেন আকরাম খান। সিনেমাটি ২০১৮–১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। এতে অভিনয় করেছেন জয়া আহসান।
সিনেমাটি আইসিএফটি-ইউনেস্কো গান্ধি মেডেল অ্যাওয়ার্ড বিভাগে প্রতিযোগিতা করবে। এর মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘নকশি কাঁথার জমিন’র।
এছাড়াও আইএফএফআই এর নন-কমপিটিশন বিভাগের সিনেমা অফ দ্য ওয়ার্ল্ডে প্রদর্শিত হবে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’, নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতালঘর’ এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পুণ্য’ সিনেমা।
আইএফএফআই এর ৫৩তম আসর এটি। এ উৎসব চলবে ভারতের গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।
উৎসবের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সকাল ৯টায় ‘সাঁতাও’ এবং ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে ‘পাতালঘর’ সিনেমা। দুটি সিনেমাই দেখানো হবে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ।
এদিকে, ২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটোরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে ‘নকশি কাঁথার জমিন’। একই দিনে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে ‘পাপ-পুণ্য’।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এনএটি