ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাঙামাটিতে তক্ষকসহ আটক ২

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ২৪, ২০২৩
রাঙামাটিতে তক্ষকসহ আটক ২

রাঙামাটি: রাঙামাটিতে তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৪ মে) বিকেলে জেলা শহরের প্রবেশ মুখ সাফছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পশ্চিম ক্যাবাং হাট এলাকার চন্দ্র লাল চাকমার ছেলে প্রিয়ময় চাকমা (৪২) ও একই উপজেলার পাচাই কার্বারি পাড়ার সাথোয়াইউ মারমার ছেলে সুইনুংমং মারমা (৪৬)।  

জানা গেছে, বিকেলে খাগড়াছড়ির দুই ব্যক্তি তক্ষক নিয়ে বিক্রির উদ্দেশে রাঙামাটিতে আসেন। এ সময় মানিকছড়ি এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশিতে তক্ষকসহ তাদের আটক করা হয়।  

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ওই দু’জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।