ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে একটি ৬ ফুট লম্বা ইরাবতী ডলফিন।  

রোববার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে সৈকতের ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

 

প্রতক্ষ্যদর্শী আলমগীর বলেন, বিকেলে সৈকতে যাচ্ছিলাম। পথে সৈকতের ঝাউবন এলাকায় ডলফিনটিকে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি বিকেলের জোয়ারে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, বন বিভাগকে অবগত করে, ডলফিনটিকে নিরাপদ স্থানে নিয়ে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।