ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গলাচিপায় দুটি চিত্রা হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
গলাচিপায় দুটি চিত্রা হরিণ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ, প্রশাসন ও পরিবেশ কর্মীরা।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের পূর্ব চর আগস্তি থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।

 

গলাচিপা রেঞ্জের চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট অফিসার কাজী নজরুল ইসলাম বলেন, পূর্ব চর আগস্তি সেলিম সরদারের বাড়ির দক্ষিণ পাশে মাঠে দুইটা হরিণ দেখতে পেয়ে চেয়ারম্যানকে জানান এবং হরিণ দুটিকে আটক করেন। পরে উপকূলীয় বনবিভাগকে খবর দিলে হরিণ দুইটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

এনিমেল লাভার অব পটুয়াখালীর গলাচিপা টিমের সদস্য সোহেল হোসেন রাসেল বলেন, বনবিভাগ কর্তৃক উদ্ধারকৃত চিত্রা হরিণ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে প্রাণিসম্পদ থেকে ভেটেরিনারি ডাক্তার গিয়ে আহত হরিণ দুটিকে চিকিৎসা দেন।

বর্তমানে আহত হরিণ দুটির অবস্থা আগের থেকে অনেকটা ভালো। হরিণ দুটি পুরোপুরি সুস্থ হলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।