ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় হরিণের মাংস উদ্ধার, আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
পাথরঘাটায় হরিণের মাংস উদ্ধার, আটক ১

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় একটি মাথাসহ দুই কেজি হরিণের মাংস উদ্ধারের পর মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা বনবিভাগের কার্যালয়ে আদালতের নির্দেশে এ মাংস মাটিচাপা দেওয়া হয়।

এর আগে দুপুর ২টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা থেকে হরিণের মাংস ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।  

এসময় মো. ইউনুস নামে একজনকে আটক করে বনবিভাগ। তার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামে।  

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার করা হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল মাংস ও মাথা মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন। আর আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।