ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা বন বিভাগে হস্তান্তর    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা বন বিভাগে হস্তান্তর
 
 

হবিগঞ্জ: হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা উদ্ধার করে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।
 
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের টাউন হল রোডে খোয়াই থিয়েটারে পেঁচার ছানাগুলো হস্তান্তর করা হয়।


 
এর আগে থিয়েটারের নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও লিটন দাস লক্ষ্মীপেঁচার তিনটি ছানা দেখে বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলকে জানানো হয়। তিনি সেগুলো উদ্ধার করে বন বিভাগকে জানান।
 
সোমবার দুপুরে খোয়াই থিয়েটারে এসে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ছানাগুলো তার কার্যালয়ে নিয়ে যান।
 
তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স ১৫ থেকে ২০ দিন। উড়তে শিখিয়ে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
 
বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, লক্ষ্মীপেঁচা সচরাচর দেখা যায় না। আশা করছি, দ্রুত ছানা তিনটি সুস্থ হয়ে উঠবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।