ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবনের করমজল পরিদর্শনে এনডিসির প্রতিনিধিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
সুন্দরবনের করমজল পরিদর্শনে এনডিসির প্রতিনিধিরা

বাগেরহাট: বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল ঘুরে গেছেন আট বিদেশিসহ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) বিভিন্ন পর্যায়ের ২৭ জন কর্মকর্তা।  

মঙ্গলবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় মেজর জেনারেল মোহাম্মাদ হোসাইন আল মোরশেদের নেতৃত্বে সুন্দরবনের করমজলে পৌঁছান কর্মকর্তারা।

ভ্রমণকারীদের মধ্যে শ্রীলঙ্কা, ভারত, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ আটটি দেশের আটজন ব্রিগেডিয়ার জেনারেল এবং বাংলাদেশি বিগ্রেডিয়ার জেনারেল, কমোডর, যুগ্মসচিব, এয়ার কমোডর পর্যায়ের ১৯ জন কর্মকর্তা ছিলেন।

তারা কুমির ও হরিণ প্রজনন কেন্দ্র, ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার, বিভিন্ন গাছপালাসহ সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখেন।  

করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির প্রথমে কুমির ডেকে ডাঙায় তুলে অতিথিদের দেখান। বন কর্মকর্তার ডাকে কুমিরের ডাঙায় উঠে আসা দেখে বিস্ময় প্রকাশ করেন অতিথিরা। এছাড়া বাঘসহ সুন্দরবনের বিভিন্ন প্রাণী ও বনের ইতিহাস বর্ণনা করেন করমজলের এ কর্মকর্তা। দেড় ঘণ্টা ভ্রমণ শেষে করমজল ত্যাগ করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কর্মকর্তারা।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, প্রতি বছরই ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল সুন্দরবন ভ্রমণে আসে। এবারও এসেছে। এ প্রতিনিধিদের ওয়াচ টাওয়ার, কুমির, হরিণ, ফুটট্রেইল, ইনফরমেশন সেন্টারসহ পুরো করমজল ঘুরিয়ে দেখানো হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।