ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আশাশুনিতে ১২টি কচ্ছপ জব্দ, উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
আশাশুনিতে ১২টি কচ্ছপ জব্দ, উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত  

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে বাজারে বিক্রয়কালে ১২টি কচ্ছপ জব্দ করে পুকুরে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে কচ্ছপগুলো উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় বাজারে অভিযান চালিয়ে কচ্ছপগুলো জব্দ করেন উপজেলা বন কর্মকর্তা মো. আওছাফুর রহমান।

তিনি জানান, মহিষকুড় বাজারে কচ্ছপ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে গেলে বিক্রেতা একটি নেটের ব্যাগে ১২টি কচ্ছপ রেখে পালিয়ে যান। তাৎক্ষণিক কচ্ছপগুলো হেফাজতে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।