ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শুরু হলো শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯.৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
শুরু হলো শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯.৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে জেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তীব্রতা থাকছে।

দিনের কিছু সময় সূর্য উঠলেও উত্তাপ মিলছে না। হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। এমন অবস্থায় নিম্নআয়ের লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতার্ত মানুষদের খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কম থাকায় ভ্যান ও রিকশাচালকরা পর্যাপ্ত যাত্রী পাননি। কাজের সন্ধানে শহরে এসে শীতের কষ্ট সহ্য করে অপেক্ষা করতে হয়েছে দিনমজুর ও শ্রমিকদের। কৃষিশ্রমিকদেরও কাজ ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দু-একদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।