মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত হয়ে পড়েছিল একটি গন্ধগোকুল। পরে আহত এ প্রাণীকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে প্রাণীটিকে হস্তান্তর করে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সজল দেব বলেন, বুধবার সকালে শ্রীমঙ্গলের বিটিআরআই স্কুলের মাঠে বৈদ্যুতিক তারে শক লেগে মাটিতে ছটফট করতে থাকে গন্ধগোকুলটি। পরে শ্রীমঙ্গল পৌরসভা সাবেক চেয়ারম্যান মোসাব্বির মিয়ার ছেলে শিপন মিয়া আমাকে বিষয়টি জানান। আমি গিয়ে আহত এ প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করি।
তিনি আরও বলেন, শিপন মিয়ার মতো প্রকৃতিপ্রেমী মানুষরা আছেন বলেই আমরা আহত প্রাণীদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে সারিয়ে তুলতে পারছি।
গন্ধগোকুলটিকে এশীয় ‘তাল খাটাশ’ বলা হয়। এর ইংরেজি নাম Asian palm civet। এরা নিশাচর এবং স্তন্যপায়ী প্রাণী। এদের রয়েছে লম্বা লেজ। মাথা থেকে লেজের দৈর্ঘ্য আকৃতিভেদে প্রায় ৯৯ থেকে ১১২ সেন্টিমিটার।
গন্ধগোকুল দিনের বেলা লোকালয়ের ঝোঁপঝাড়ে কিংবা পুরাতন ঘরবাড়ির ওপরে বা পুরানো গাছপালা এবং বনজঙ্গলে আত্মগোপন করে থাকে। সন্ধ্যা নেমে এলেই খাদ্যের সন্ধানে বের হয়। জনবসতির আশপাশ থেকে ঝোঁপঝাড়, বনজঙ্গল উজার হওয়ার এদের অস্তিত্ব মারাত্মক হুমকি মুখে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন), বাংলাদেশের তালিকায় গন্ধগোকুর ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
বিবিবি/এএটি