ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণীরা  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণীরা   ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: রাস্তা পারাপারের সময় প্রায় প্রতিদিনই মরছে কোনো না কোনো বন্যপ্রাণী। এর মধ্যে রয়েছে বিরল প্রজাতির প্রাণীও।

বেশিরভাগই মারা যাচ্ছে নিশাচর প্রাণী। রাতের বেলা সড়ক পথ ও রেল পথ পাড়ি দিতে গিয়ে নির্মমভাবে প্রাণ হারাচ্ছে দ্রুতগামী গাড়ির এবং রেলের চাকায় পিষ্ঠ হয়ে।

সম্প্রতি শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে লাউয়াছড়া বনের বন বিড়াল ও গন্ধগোকুলসহ তিনটি বন্যপ্রাণী। তবে এই মৃত্যুহার সবচেয়ে বেশি সংঘটিত হচ্ছে লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়কে।

শুধু সড়কে নয় প্রাণীদের মৃতদেহ অনেক সময় বনের ভেতরে পড়ে থাকতেও দেখা যায়। ধারণা করা হচ্ছে রাস্তায় গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়ে তারা বনের ভেতর গিয়ে মারা যায়। শুধু সড়ক ও রেলপথে নয়, বন্যপ্রাণী মারা যাচ্ছে বৈদ্যুতিক খোলা লাইনেও।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন জানান, মঙ্গলবার শ্রীমঙ্গলে থেকে মৌলভীবাজার যাওয়ার পথে কালাপুর নামক এলাকার পৃথক পৃথক স্থানে দুটি গন্ধগোকুল ও একটি বন বিড়াল গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। খবর পেয়ে প্রাণীগুলোর মৃতদেহ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ১৯৯৬ সালে ১২৫০ হেক্টরের লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এ উদ্যানে রয়েছে বিশ্বব্যাপী বিরল এবং বিপন্ন অনেক বৃক্ষ, উদ্ভিদ এবং প্রাণীর বসবাস। প্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ এই বনের ভেতর দিয়ে চলে গেছে ৬ দশমিক ৫ কিলোমিটার উপজেলা সংযোগ সড়ক। এছাড়া রেলপথ রয়েছে প্রায় ৮ কিলোমিটার।  

শীতের কারণে এবং খাদ্য সংকটে আঞ্চলিক সড়ক ও রেলপথে প্রতিদিন প্রাণ হারাচ্ছে একাধিক প্রাণী। মৃত্যুর এই মিছিল ঠেকাতে দীর্ঘদিন ধরে প্রাণিপ্রেমীরা আন্দোলন করে আসলেও কাজের কাজ কিছুই হয়নি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব আরও বলেন, শুধু সড়কে নয় প্রাণীদের মৃতদেহ অনেক সময় বনের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। আমার ধারণা রাস্তায় গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়ে তারা বনের ভেতর গিয়ে মারা যায়। শুধু সড়ক ও রেলপথে নয়, বন্যপ্রাণী মারা যাচ্ছে বৈদ্যুতিক খোলা লাইনেও। লাউয়াছড়ার ভেতরে দিয়ে টানা বিদ্যুৎ লাইনে বিরল প্রজাতির বাদুর ও বানর মারা যায়। এভাবে প্রতিদিন অন্তত তিন/চারটি প্রাণী মারা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫                              
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।