ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাদারীপুরে খালের পানিতে কুমির, পিটিয়ে মারল জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
মাদারীপুরে খালের পানিতে কুমির, পিটিয়ে মারল জনতা খালের পানিতে ধরা পড়া কুমিরটি

মাদারীপুরে খালের পানিতে জেলেদের ফাঁদে ধরা পড়েছে কুমির। শনিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

 

এসময় কুমিরটি দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা। একপর্যায়ে কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলে তারা।

জানা গেছে, সম্প্রতি কালকিনির আড়িয়াল খাঁ নদে বেশ কিছুদিন ধরে একটি কুমির দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়।  

শনিবার সকালে কালকিনির নতুন আন্ডারচরের আড়িয়াল খাঁ নদের সংযোগ খালে কুমির দেখতে পান এলাকাবাসী। পরে বিভিন্ন কৌশল খাটিয়ে কুমিরটি আটকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে ভিড় জমান স্থানীয়রা। একপর্যায়ে কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলে উৎসুক জনতা।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনও যাচ্ছে। উৎসুক জনতা কুমিরকে পিটিয়ে মেরে ফেলেছে। কিন্তু বন্যপ্রাণী হত্যা করা আইনগত দণ্ডনীয়। মৃত কুমিরের দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।