ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নীলফামারীতে সকালে শীত, দুপুরে গরম

মো. আমিরুজ্জামান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
নীলফামারীতে সকালে শীত, দুপুরে গরম

নীলফামারী: নীলফামারী জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকালে হালকা শীত থাকলেও দুপুরে পড়ছে অনেক গরম।

 

দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। আর দুপুর গড়াতেই তাপমাত্রার পারদ  ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়।  

সেই সঙ্গে সকালে হালকা কুয়াশা ও শেষ রাতে শরীরে জড়াতে হচ্ছে কাঁথা ও কম্বল। এতে করে মানুষ সর্দি, কাশিসহ নানা রোগে ভুগছেন।
  
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, খেয়ালি আবহাওয়া বিরাজ করছে গোটা নীলফামারী জেলায়। সকালে ঠান্ডা অনুভূত হলেও দুপুরে ভীষণ গরম পড়ছে। গত কয়েকদিন ধরে সকালে ১৮ ডিগ্রির মতো ও দুপুরে ৩০-৩৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।  

সকালে সহনীয় তাপমাত্রা থাকলেও দুপুরে রিকশাচালক, ভ্যানচালকসহ কর্মজীবী লোকজন রোদের তাপে বাইরে টিকতে না পেরে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। জেলার বিভিন্ন স্থানে নলকূপেও পানি উঠছে না। ফলে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে গ্রামীণ জনপদে। গরমে তৃষ্ণা মেটাতে শহরের আখের রস, জুস দোকানগুলোতে ভিড় করছেন লোকজন। শিশু-কিশোররা গরমের কারণে পানি আছে এমন জায়গায় দুরন্তপনায় মেতে উঠছে।  

চিকিৎসকরা জানান, এমন তাপমাত্রার প্রভাবে ক্লান্ত মানুষজন। বিপাকে পড়েছেন অনেকে। তারা বলছেন, এ তাপমাত্রা শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলছে। শিশু ও বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছেন।  


বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।