ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সমুদ্রতলের রহস্য-১

৫২ কোটি বছর আগের কটিলেডিয়ন টাইলডস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
৫২ কোটি বছর আগের কটিলেডিয়ন টাইলডস

ঢাকা: বিজ্ঞানীরা সম্প্রতি সাগরতলে খুঁজে পেয়েছেন ৫২ কোটি বছর আগের অস্থিবিহীন শুঁড়অলা প্রাণী। তারা ধারণা করছেন, জেলি ফিসের মতো দেখতে `Cotyledion tylodes` নামের এই প্রাণীটি সিদারিয়ান বর্গের।



কিন্তু নতুন এই প্রাণীর ফসিল থেকে প্রাপ্ত প্রমাণ বলে যে প্রাণীটি এন্টোপ্রোক্টা গ্রুপের প্রথমদিকের সদস্য।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এন্টোপ্রোক্টারা ছোট আকৃতির প্রাণী আর এরা পানি থেকে খাদ্যকণা খেয়ে থাকে।

সম্প্রতি বিজ্ঞানীরা চীনের চেনঝিয়াং ফসিল মিউজিয়ামে রাখা ক্যামব্রিয়ান যুগের (৪৯.৫ থেকে ৫৪.৫ কোটি বছর আগের) শত শত Cotyledion tylodes নামের প্রাণীর ফসিল পরীক্ষা করেছেন।

Cotyledion tylodes এর কিছু কিছু বৈশিষ্ট আধুনিক এন্টোপ্রোক্টার সঙ্গে তুলনা করা যায়। যেমন ইউ (U) আকৃতির শরীর।

চীনের বিজ্ঞানী ঝিফেই ঝাং জানান এই প্রথমবারের মতো নিশ্চিত করা যাচ্ছে যে, Cotyledion tylodes এর ইউ আকৃতির শরীরের সঙ্গে সঙ্গে মুকুটের মতো দেখতে পুষ্পদলাবরণ রয়েছে।

অদ্ভূতদর্শন এ প্রাণীটির উপরের দিকটা দেখতে ওয়াইন গ্লাসের মতো আর নিচের দিকটা দীর্ঘায়ত ডাঁটার মতো।

Cotyledion tylodes সাধারণত ৮ থেকে ৫৬ মিলিমিটার লম্বা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৮ জানুয়ারী, ২০১৩
সম্প্দনায়: আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।