ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জীববৈচিত্র্য আইন করছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ১০, ২০১৩
জীববৈচিত্র্য আইন করছে সরকার

ঢাকা: জেল জরিমানার বিধান রেখে জীববৈচিত্র্য আইন করছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ জীব বৈচিত্র আইন-২০১৩ নামের ‌একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ হোসেন ভুইয়া এ বিষয়ে জানান।

তিনি বলেন, বাংলাদেশের জীববৈচিত্র্যে ব্যবহার ও সংরক্ষণের জন্য এ আইনটি হতে যাচ্ছে। আর আইনটি বাস্তবায়নে থাকবে একটি জাতীয় কমিটি। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, বিশেষজ্ঞসহ বৈজ্ঞানিকরাও থাকবেন। আর যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জীব বৈচিত্র্য আইন লঙ্ঘন করবেন তাদের ৫বছরের কারাদণ্ড এবং ১০লাখ টাকা জরিমানার বিধান করার কথা বলা হয়েছে। অপরাধের ধরন হিসেবে জরিমানা আরও বাড়ানো হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ১০, ২০১৩
এসকে/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।