ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় সাড়ে ১২ হাত অজগর উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
পাথরঘাটায় সাড়ে ১২ হাত অজগর উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় প্রায় সাড়ে ১২ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করেছে পাথরঘাটা বন বিভাগ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের মিরাজ শরীফের বাড়ির মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করা হয়।

আমড়াতলা গ্রামের মিরাজ শরীফ বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো রোববার (১১ সেপ্টেম্বর) রাতে মিরাজ মাছের ঘের দেখতে যান। এসময় টর্চ লাইটের আলোতে দেখতে পান বিশাল আকৃতির একটি সাপ। মানুষের উপস্থিতি টের পেলে সাপটি পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে সকালে পাথরঘাটা বনবিভাগ ঘটনাস্থলে এসে ঘেরের পানি সেচে ফেলে। এসময় বনবিভাগের কর্মচারী ইউসুফ হাওলাদার ও হারুন অর রশিদের সহযোগিতায় দুপুরে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটির ওজন প্রায় ৩৯ কেজি, লম্বায় সাড়ে ১২ হাত।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার বাংলানিউজকে জানান, সাপটিকে পাথরঘাটা হরিণবাড়িয়া বনে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।