ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুনামগঞ্জে আটক তক্ষক বন বিভাগে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
সুনামগঞ্জে আটক তক্ষক বন বিভাগে হস্তান্তর বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলা থেকে আটক তক্ষকটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে বন বিভাগের কর্মকর্তাদের কাছে এটি হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার (১২ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে তক্ষকটি পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর বিজিবি বিওপির একটি দল বিশ্বম্বরপুরের গামরীতলা গ্রাম থেকে পাচারকারীসহ আটক করে।

বিজিবির পক্ষ থেকে নায়েক রিয়াদ হোসেন তক্ষকটি হস্তান্তর করেন জেলা বন বিভাগের ফরেস্টার মো. হাবীবুর রহমানের কাছে।

ফরেস্টার মো. হাবীবুর রহমান বাংলানিউজকে বলেন, তক্ষকটি নিয়ে গভীর বনে অবমুক্ত করা হবে।

তিনি আরো জানান, বিলুপ্ত প্রায় এ ধরনের মূল্যবান বন্যপ্রাণি সুনামগঞ্জের কোন কোন এলাকায় রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।