ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বদরগঞ্জে ঈগল উদ্ধার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বদরগঞ্জে ঈগল উদ্ধার বদরগঞ্জে ঈগল উদ্ধার

বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে বিরল প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছেন গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ঝলঝলিপাড়া গ্রামের নকুল রায়। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনি ঈগলটি উদ্ধার করেন।

নকুল রায় বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে ঈগলটি পানি খাওয়ার জন্য বিলে নামে। এ সময় কিছুটা অসুস্থ থাকায় উড়তে পারছিল তাই ঈগলটি ধরে আমার হেফাজতে রেখেছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক বাংলানিউজকে জানান, সবার আগে পাখিটিকে চিকিৎসা দেওয়া প্রয়োজন। তবে এটি বিরল প্রজাতির কিনা তা ঈগলটি না দেখে বলা যাচ্ছেনা।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, আমাদের কাছে ঈগলটিকে নিয়ে আসার পর চিকিৎসা দিয়ে ৩দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরে সুস্থ হলে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও জানান, অনেক সময় আমাদের কাছে পাখি পৌঁছার আগেই মারা যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।