ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গরমে নাকাল বাঘও...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
গরমে নাকাল বাঘও... গরমে নাকাল বাঘও, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন জেঁকে বসেছে। প্রচণ্ড গরম আর কমছেই না। একটানা দাবদাহে অতিষ্ঠ মানুষের মতো পশু-পাখিরাও।

তাপদাহে শরীরটাকে চৌবাচ্চার পানিতে ডুবিয়ে একটু শীতল হওয়ার আশা বাঘটির। ছবিটি বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর চিড়িয়্খানা থেকে তোলা।

 তবে চৌবাচ্চার পানি এতোটাই ময়লা যে এক রকম গন্ধই বের হচ্ছিল। এতে দেখার কেউ নেই।  কী আর করা, বাধ্য হয়েই নামতে হয়েছে।
গরমে জলে নেমেছে বাঘটি, ছবি: ডিএইচ বাদল

বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ডিএইচ বাদলের তোলা এই ছবিতে যেন ফুটে উঠেছে পরাক্রমশালী প্রাণীটির কাবু হওয়ার অপ্রকাশিত সত্য! জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার গরমে নাকাল!
জলে নামার আগের ক্ষণ, ছবি: ডিএইচ বাদলআবহাওয়াবিদরা বলছেন, রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অন্তত আরও দুইদিন চলবে।
জলে ডুব দিয়ে ফেরার সময়, ছবি: ডিএইচ বাদল
একটু বৃষ্টি হলেই কেবল শান্তির পরশ পেতে পারে মানুষসহ এই অবলা বাঘটিও!
ডুব দিয়ে শরীর শীতল করে ফের ডাঙায়, ছবি: ডিএইচ বাদলবাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।