পানিপূর্ণ কৃষিজমিতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, শিল্পায়নের ফলে পানিদূষণ, জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত মৎস্য আহরণ এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে দিন দিন কমছে এসব দেশি মাছের প্রজাতির সংখ্যা ।
এ ধরনেরই একটি মাছ ‘নাপতে কৈ’।
নাপতে কৈ মিঠা পানির মাছ। সাধারণত নদী, খাল, বিল, হাওরে পাওয়া যায়। এদের মাথা শক্ত, কানকোতে কাঁটা থাকে। এ প্রজাতির মাছগুলো কখনো কখনো কানকোতে ভর করে ডাঙায় উঠে পড়ে।
এদের ফুলকা পানি ও বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে বলে এরা ডাঙ্গায়ও দীর্ঘ সময় জীবিত থাকতে পারে।
শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকার মিন্নত আলী বাংলানিউজকে বলেন, ‘আমাদের এলাকায় এ মাছটির নাম নাপিত কৈ। সর্বশেষ এ মাছের প্রজাতিটিকে আমি বছর পাঁচেক আগে দেখেছিলাম। এখন আর চোখেই পড়ে না। খেতে সুস্বাদু’।
মৎস্য গবেষক রাজধানীর উত্তরার ট্রাস্ট কলেজের জীববিজ্ঞানের প্রভাষক এ কে জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিপন্ন প্রজাতির মাছ ‘নাপতে কৈ’। একে অনেকে ‘নাপিত কৈ’ও বলে থাকেন। এর ইংরেজি নাম Badis ও বৈজ্ঞানিক নাম Badis badis। দেখতে কৈ মাছের মতো, কিন্তু তার মুখটি খুব ছোট।
এ মাছের গায়ের রং পরিবেশের ওপর নির্ভর করে। সাধারণত এরা কালচে অথবা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। কানকো, লেজের গোড়া ও উদরের কাছে বেশ কয়েকটি নীল রঙের ফোঁটা থাকে বলেও জানান জহিরুল।
তিনি আরো বলেন, ‘এই ছবিটি আমি আশুলিয়ার ডিয়াখালি নামাবিল থেকে তুলেছি। আগে এদের খাল, বিল, হাওড়-বাওড় এবং পুকুরে বেশি দেখা যেতো। কিন্তু বর্তমানে এদের তেমন একটা দেখা যায় না। এদের আবাসস্থল ধ্বংস ও মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারই এজন্য দায়ী’।
‘নাপিত যে ছোট বাটিতে পানি রেখে কাজ করেন, সে বাটিতে এ কৈ মাছ ছেড়ে দিলেও তা ধরে যাবে। এতো ছোট বলেই এ মাছের নামকরণ করা হয়েছে ‘নাপতে কৈ’।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ২০০০ সালের ‘রেডলিস্ট’ অনুসারে এ মাছটি বিপন্ন তালিকাভুক্ত বলেও জানান তিনি।
জহিরুল ইসলাম বলেন, ‘পানিতে প্রচুর কীটনাশক ও শিল্প-কারখানার বর্জ্যের দূষণ, অতিরিক্ত মৎস্য আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, জলাশয় দখল ও ভরাট ইত্যাদি আমাদের দেশের সুস্বাদু মাছ বিলুপ্তির জন্য দায়ী। এছাড়াও কার্ফু, তেলাপিয়া, থাই সরপুঁটি, আফ্রিকান মাগুর ইত্যাদি বিদেশি মাছের অবাধ চাষাবাদের ফলেই দেশি প্রজাতির মাছগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে’।
এ মৎস্য গবেষক বলেন, দেশি মাছ ফিরিয়ে আনতে দেশজুড়ে দীর্ঘমেয়াদি জরিপের পাশাপাশি স্থানীয় জলাশয়গুলো পুনরুদ্ধার ও কীটনাশকের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়াও উন্নত পুরুষ মাছের হিমায়িত শুক্রাণু (স্পার্ম প্রিজারভেশন) সংগ্রহ করে সংরক্ষিত জলাভূমিগুলোতে ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
বিবিবি/এএসআর