ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খানসামায় হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
খানসামায় হনুমান দেখতে উৎসুক জনতার ভিড় খানসামায় হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

দিনাজপুর: দিনাজপুর জেলার খানসামা উপজেলার আগ্রা আদর্শ গ্রামে (আশার ডাঙ্গা) হনুমান দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে।

সোমবার (২০ জুন) বেলা ১২টার দিকে ওই গ্রামের একটি বড় কাঠাল গাছে প্রথম হনুমানটি দেখতে পান স্থানীয় এক নারী।

হনুমান দেখতে পেয়ে সংবাদটি দ্রুত এলাকায় ছড়িয়ে দেয়।

এ সময় শত শত মানুষ এক নজর হনুমানটিকে দেখতে গাছের তলায় ভিড় জমায়।

স্থানীয় আব্দুস সামাদ নামে এক ব্যক্তি বাংলানিউজকে জানান, হনুমানটি সম্ভবত সকালের দিকে খানসামা উপজেলায় এসেছে। তাদের ধারণা গত ০৬ জুন চিরিরবন্দর উপজেলার বুড়িরহাট রাজাপুর চারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটগাছে ও পরে ০৮ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যাওয়া এই সেই হনুমান।

মানুষের হাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হওয়ার আগে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হনুমানটিকে আটক করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দাবি জানান এলাকাবাসি।

দিনাজপুর বন বিভাগ খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঞ্জুরুল কাদের বাংলানিউজকে বলেন, হনুমানটি দেখার খবর পেয়েছি। উপজেলা বন্যপ্রাণী সংরক্ষল বিভাগকে জানানো হয়েছে। আশা করঠি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া হনুমানটি মানুষের হাতে কোনো প্রকার ক্ষতি সাধন যেন না হয় এজন্য ঘটনাস্থলে বন বিভাগের একটি দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।