সোমবার (২০ জুন) বেলা ১২টার দিকে ওই গ্রামের একটি বড় কাঠাল গাছে প্রথম হনুমানটি দেখতে পান স্থানীয় এক নারী।
হনুমান দেখতে পেয়ে সংবাদটি দ্রুত এলাকায় ছড়িয়ে দেয়।
স্থানীয় আব্দুস সামাদ নামে এক ব্যক্তি বাংলানিউজকে জানান, হনুমানটি সম্ভবত সকালের দিকে খানসামা উপজেলায় এসেছে। তাদের ধারণা গত ০৬ জুন চিরিরবন্দর উপজেলার বুড়িরহাট রাজাপুর চারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটগাছে ও পরে ০৮ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যাওয়া এই সেই হনুমান।
মানুষের হাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হওয়ার আগে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হনুমানটিকে আটক করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দাবি জানান এলাকাবাসি।
দিনাজপুর বন বিভাগ খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঞ্জুরুল কাদের বাংলানিউজকে বলেন, হনুমানটি দেখার খবর পেয়েছি। উপজেলা বন্যপ্রাণী সংরক্ষল বিভাগকে জানানো হয়েছে। আশা করঠি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া হনুমানটি মানুষের হাতে কোনো প্রকার ক্ষতি সাধন যেন না হয় এজন্য ঘটনাস্থলে বন বিভাগের একটি দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
জিপি/