ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ধামইরহাট শালবনে অবমুক্ত করা হলো গন্ধগোকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ধামইরহাট শালবনে অবমুক্ত করা হলো গন্ধগোকুল ধামইরহাট শালবনে অবমুক্ত করা হলো গন্ধগোকুল

নওগাঁ: নওগাঁর ধামইরহাট আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে আবারো ছেড়ে দেওয়া হলো বিরল প্রজাতির প্রাণি গন্ধগোকুল।

রোববার (২৩ জুলাই) বিকেলে শালবন জাতীয় উদ্যানে প্রাণিটি অবমুক্ত করেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান।

এ ব্যাপারে উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বাংলানিউজকে বলেন, উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের কাছ থেকে ওই গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে প্রাণিটি শালবন জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, ইউপি সদস্য মাজেদুর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।