শনিবার (০৪ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলে লাউয়াছড়ার প্রাকৃতিক জীববৈচিত্র্য, আবহাওয়া ও পরিবেশ-প্রতিবেশ বিষয়ে জনমত সংগ্রহ করেন তিনি।
এ সময় আব্দুল্লাহ আল ইসলাম বলেন, লাউয়াছড়াকে বাংলাদেশের একটি অতি আকর্ষনীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে সম্প্রতি মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে।
জীববৈচিত্র্য রক্ষায় লাউয়াছড়ার মধ্য থেকে রেল ও সড়ক পথের বিকল্প ব্যবস্থা এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও বনরক্ষীদের বিকল্প জীবিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতিক সংরক্ষণ বিভাগ) মিহির কুমার দো, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম, মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
বিবিবি/এমএ