শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পূর্ব মাতার কাপন একালায় বাঘটিকে ধাওয়া দিয়ে আটক করে খাঁচায় ভরে রাখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পরে বাঘটি খাঁচার ভেতরই মারা যায়।
স্থানীয়রা জানান, একটি শিশু বনের মধ্যে বল কুড়িয়ে আনতে গেলে মেছোবাঘটি তাকে আঘাত করে। পরে স্থানীয়রা বাঘটিকে ধাওয়া দেয়। এতে বাঘটি ক্লান্ত হয়ে পড়ায় খাঁচায় বন্দি করে বন বিভাগে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলেই যাওয়ার আগেই বাঘটি খাঁচার ভেতরেই মারা যায়।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মিহির দো বাংলানিউজকে জানান, এটি একটি কিশোর বয়সের মেছোবাঘ। ভয়ে বাঘটি ক্লান্ত হয়ে যাওয়ায় গ্রামবাসীর হাতে আটক হয়। মেছোবাঘকে আঘাত না করলে মরার কথা না। তবে, ভয় অথবা ঠাণ্ডায় মারা যেতে পারে। মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়েছে। তবে বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এনটি