বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাফারি পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন খান বিষয়টি জানান। কমন ইল্যান্ড হলো এন্টিলুপ প্রজাতির আফ্রিকান প্রাণী।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক জোড়া কমন ইল্যান্ড আনা হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাফারি পার্কে একটি মাদী বাচ্চা প্রসব করে।
জন্মের পর মা-বাচ্চা উভয়ই সুস্থ আছে। বাচ্চাটি স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে এবং বেষ্টনীর ভেতর দৌড়াদৌড়ি করছে। কমন ইল্যান্ড ঘাসের পাশাপাশি গাছের লতাপাতা ও বাকল খায়। এরা বর্ষার শেষে গর্ভধারণ করে, যার ব্যাপ্তি ৮ থেকে ৯ মাস। এ জাতের প্রাণী আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। জন্ম দেওয়ার ৬-৭ দিন পর্যন্ত কমন ইল্যান্ড তাদের বাচ্চাকে লুকিয়ে রাখে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএস/এএ