ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাগেরহাটে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩২, মার্চ ২২, ২০১৮
বাগেরহাটে মেছো বাঘকে পিটিয়ে হত্যা মেরে ফেলে যাওয়া বাঘের মরদেহ

বাগেরহাট: বাগেরহাটে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বাঘটিকে মেরে বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে শহরের হরিণখানা এলাকায় কারিগরি কলেজের সামনের কালভার্টের ওপর ফেলে রেখে যায় কে বা কারা।

এদিকে, খবর পেয়ে বনবিভাগ বাঘের মরদেহটি উদ্ধার করে মাটিচাপা দিয়েছে।

 

প্রতক্ষ্যদর্শী রিকশা চালক মুকুল শেখ বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে যাত্রী নিয়ে পিসি কলেজের দিকে যাচ্ছিলাম। কারিগরি কলেজের সামনে গেলে দেখা যায় তিন থেকে চার যুবক মাঘের মরদেহটি কালভার্টের ওপর ফেলে দ্রুত পালিয়ে যাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, একটি মেছো বাঘকে মেরে কালভার্টের ওপর ফেলে রেখে গেছে। পরে বাঘের মরদেহটি উদ্ধার করে কালভার্টের নিচে খালের পাশে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে কে বা কারা বাঘটিকে হত্যা করেছে তা জানা যায়নি।

তিনি আরো বলেন, এ ধরনের প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই এদের হত্যা করা উচিত নয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।